রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
একুশে ডেক্স,
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন- সারা বিশ্বের তরুণ – তরুণীদের আইডল। এককালের এই প্লে বয় অক্সফোর্ড ইউনিভার্সিটির কৃতি ছাত্র ছিলেন। আবার বিশ্ব ক্রিকেটের মাঠে ছিল- খ্যাতিজোড়া এক কিংবদন্তি। পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন ইমরান খান বেশ কয়েকবার বিশ্ব ক্রিকেটে নিজ দলের জন্য চ্যাম্পিয়নশিপ সম্মান অর্জন করেছে। অথচ এমন একজন বিশ্ব ব্যাক্তিত্ব পাকিস্তানের সেনাবাহিনী আর আমলাতন্ত্রের বেড়াজালে পড়ে আজ কারাবন্দি। শুধু তাই নয়, ষড়যন্ত্রকারী দুর্নীতি পরায়ন নির্বাচন কমিশনের মাধ্যমে- উনার দলের নিবন্ধন ও দলীয় প্রতীক কেড়ে নেয়। তবুও কারাবন্দি অবস্থায় ইমরান খানের সহযোগি রাজনীতিবিদরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে অন্য প্রতীকে নির্বাচন করে জাতীয় সংসদে সর্বোচ্চ আসনে জয় লাভ করে। তবুও ইমরান খানকে সরকার গঠনের সুযোগ দেয়া হয়নি। সৎ, সুদর্শন, যোগ্য ইমরান আজো বন্দী। বিচারের বাণী যেন নীরবে – নিভৃতে কাঁদে।