শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
তৃতীয় পর্ব:বাংলাদেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের উপার্জনকারী মানুষ। দিন আনে দিন খায় ইংরেজিতে তাকে বলে hand to mouth. ডঃ মোঃ ইউনুসের ক্ষুদ্রঋণ প্রকল্প এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য বিষয় হলো সম্পত্তি , দলিল, বন্ড প্রভৃতি কোন কিছুই বন্ধ কি না রেখে সহজ শর্তে সামান্য ক্ষুদ্র ঋণ পায় এবং এই ঋন সাপ্তাহিক কিস্তিতে কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে ।যেমন:একজন অটোচালকদের লক্ষ টাকার আসল প্লাস ত্রিশ হাজার সুদসহ এক লক্ষ আশি হাজার টাকা ঋণদারী হয়ে একটি অটো ক্রয়। এই অটো চালকের পক্ষে নিজের অটো চালিয়ে প্রতিদিন ১০০০ টাকা রোজগার করে থাকে। যেদিকে উপার্জিত ও অর্ধেক অর্থাৎ ১৫০০ টাকা খরচ করে এবং বাকি ১৫০০ টাকা ঋণ প্রদান করলে এক বছরের মধ্যে ঋণ পরিশোধ হবে। এবং একবছর নিম্নে অটোর মালিক হবে । একদিন স্বাবলম্বী হবে।
সম্পাদক, একুশে টাইমস