শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

ইসরায়েলের ইলাত শহর লক্ষ্য করে হামলা ইসলামিক রেজিস্ট্যান্সের

ইসরায়েলের ইলাত শহর লক্ষ্য করে হামলা ইসলামিক রেজিস্ট্যান্সের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের ইলাত শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে ছোড়া হয় ড্রোন। খবর জেরুজালেম পোস্টের।

এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি। প্রকাশ করেছে ড্রোন ছোড়ার একটি ভিডিও ফুটেজও। বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স জানায়, ফিলিস্তিন ও লেবাননে আগ্রাসনের জবাবেই এ হামলা। বর্বরতা বন্ধ না হলে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে গোষ্ঠীটি।

এদিকে, স্থানীয় সময় সকালে ইলাত শহরে সম্ভাব্য হামলার সতকর্তা সাইরেন বাজানোর তথ্য ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করলেও জানায়নি হামলার বিস্তারিত।

উল্লেখ্য, শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়েতে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। হামলার পরেই হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসারাল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহও।
সম্পাদক, একুশে টাইমস

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana