শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

ব্যক্তিত্ব আর আত্ম অভিমানে ঝরে গেল এক প্রান ।

ব্যক্তিত্ব আর আত্ম অভিমানে ঝরে গেল এক প্রান ।

আমি যতদিন যাবত উনাকে চিনি ততদিন উনি ব্যক্তিত্ব ও সততা নিয়েই চলাফেরা করতেন। আমার জানা মতে – উনি কিশোরগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব কাঞ্চন ‌ ভূঁইয়ার খুব কাছের বন্ধু ছিলেন। কাঞ্চন ভূঁইয়া শহর আওয়ামীলীগ এর আহবায়ক থাকায়; উনার পক্ষ থেকে যারা শহরের নির্বাচনী খরচ ও রাজনীতিক কার্যাবলি কাজল কাকা নিষ্ঠায় সাথে পালন করতেন । এছাড়া এই শহরে ল্যান্ড লর্ড কাঞ্চন ভূঁইয়ার সকল কাজ করতে দ্বিধাবোধ করেনি। কিন্তু ছোট মনের মানুষ কাঞ্চন ভূঁইয়া মৃত্যুর পর তার জন্য কোন ব্যবস্থা করে দেয়নি । তাই অভাব- অনটনে, লজ্জায়- ক্ষোভে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে গেল অভিমানী কাজল কাকা। কাঞ্চন ভাইয়া এরকম অনেক বন্ধু-বান্ধবকে ব্যবহার করেছে ; কিন্তু কারো উপকার করেনি। তবে দীপক নামের এক বন্ধুর জন্য ভূঁইয়ার অনেক ত্যাগের কোন শেষ ছিল না । কারন এখানে প্রেমা – রসায়ন বিদ্যমান ছিল।
একুশে টাইমস ডেস্ক

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana