শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনুস এতো গুরুত্বপূর্ণ কেন!

বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনুস এতো গুরুত্বপূর্ণ কেন!

Prof Muhammad Yunus also recipient of the US Presidential Medal of Freedom and the Congressional Gold Medal

প্রথম পর্বঃ

বিশ্ব রাজনীতির মেরু করনে এক দিকে পুজিবাদ অন‍্যদিকে সমাজ তন্ত্র । আর বিশ্ব বরেন‍্য পুজিবাদী দার্শনিকদের মতো ডঃ ইউনুস তার ‘ক্ষুদ্র ঋন  প্রকল্প ‘ দ্বারা স্বাবলম্বী করেছে খেটে খাওয়া মানুষদের । তার তত্ত্ব হারিয়ে দিয়েছে সমাজতন্ত্র কে।তাই তিনি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপঠে এত গুরুত্বপূর্ণ ও সমাদৃত।

পাশ্চাত‍্য বিশ্বের ইউরোপ , আমেরিকা মতো  ধনী দেশ যারা পুজিবাদী তত্ত্বকে যারা কাজে লাগিয়ে অনেকটা  এগিয়ে যায় । আর অপর দিকে রাশিয়া ,চীন (সংস্কারপন্থী) ,কিউবা যুগোশ্লাভিয়া সহ আরোও কয়েকটি নিপীড়িত জাতি খাদ‍্য – বস্ত্রে মতো মৌলিক চাহিদা পুরনে সমাজ তান্ত্রিক বিপ্লবে যুগ দেয় ও হাতে অস্ত্র তুলে। কিন্তু সমকালীন বিশ্বে কমিউনিজমের বিপরীতে পুজিবাদী  দার্শনিকেরা  তত্ত্ব দিয়েছে  – তাদের মধ‍্যে ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋন প্রকল্প বিশেষ ভাবে সাফল‍্য অর্জন করে।

একসময় বাংলাদেশের নিম্ন আয়ের অধিকাংশ মানুষ কাত্তিক ও চৈত্র মাসে দু মুঠো ভাত যোগাড় করতে না পেরে; শাক সিদ্ধ করে খেয়েছে। এখন প্রান্তিক গরীব মানুষ গুলো এত কষ্ট করেনা।কোনকিছু বন্ধক ছাড়াই প্রান্তিক মানুষ গুলো ধীরে ধীরে সাবলম্বী হচ্ছে। বিশ্বের প্রায় ৫০টি বেশি বিশ্ববিদ্যালয়ে পাঠ‍্য সূচীতে ক্ষুদ্র ঋন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

(দ্বিতীয় পর্ব আগামী কাল…)

সম্পাদক, একুশে টাইমস

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana