শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলা দায়ের করা হয়েছে।
জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই মামলা করেছেন । তাদের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি তহবিল আত্মসাৎ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ মোট ৫ জনকে আসামি করা হয়েছে।
বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মো. আলী হায়দার কামাল বিষয়টি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দেয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতিসহ অন্যান্য অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সম্পাদক,একুশে টাইমস