সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
আমাদের জাতীয় সংগীত কোন ধর্মের নয় ;কোন গোত্রেরনয় কিংবা কোন রাজনৈতিক দলের নয়। ৭১ – এর মার্চ মাসের প্রথম সপ্তাহে – আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কান্ডারী সিরাজুল আলম খানের উদ্যোগে ছাত্রলীগের চার খলিফা নামে খ্যাত ডাকসুর ভি.পি আ.স.ম আঃরব , ডাকসুর জি.এস আ: কুদ্দুস মাখল , ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী , ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজাহান সিরাজ সহ অন্যান্য নেতারা স্বাধীন বাংলা দেশের জাতীয় সংগীত কোনটি হবে তা র্নিধারন করবে বলেন । প্রখ্যাত এল দ্বিজেন্দ্রেলাল রায়ের ধন ধ্যান্য পুষ্পে ভরা ……….। গানটিকে নির্ধারন করার জন্য । কিন্তু এই গানটির কোথাও বাংলা বা বাংলাদেশ শব্দটি না থাকায় সম্মতি ক্রমে রবীন্দ্র নাথের সোনার বাংলা জাতীয় সংগীত হিসেবে মনোনীত হল।
সম্পাদক, একুশে টাইম