মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

বিপ্লব আর অভাবের অপরনাম – বিদ্রোহী নজরুল।

বিপ্লব আর অভাবের অপরনাম – বিদ্রোহী নজরুল।

প্রথম বিশ্বযুদ্ধের পর কবি নজরুল তাঁর এক বছরের সৈনিকহীপদ থেকে অবসর নেন। অতঃপর করাচী থেকে পুনরায় কলকাতায় এসে  বন্ধু কমরেড মোজারফর  আহমেদের সেযে বসবাস শুরু করেন। কমিউনিষ্ট নেতা কমরেড মোজারফর আহমেদের সাথে মিলে -মিশে সাম্যবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তখন উনি ‘লাঙ্গল ‘ নামে একটি পত্রিকার সম্পাদনা শুরু করেন । ঠিক সেই সময়ে বৃটিশ সরকার তাঁকে এক বৎসরের কারাদন্ড দেন।

কবির জীবনের এক করুন ট্রাজেডী হলো-

কবির ছেলে বুলবুল শৈশবে মারা যায়। ছেলের মৃত্যুর পর শোকে ভারা ক্রান্ত কবি পকেটে হাতদিয়ে দেখলেন টাকা নেই । তাই বাধ্য হয়ে ছেলের দাফনের জন্য এক প্রকাশকের কাছে থেকে একশত টাকা অগ্রিম নিলেন।

সম্পাদক ,একুশে টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana