সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
বৈষম্যমূলক কোঠা আন্দোলন নিয়ে সরকার বাড়াবাড়ি করায় শতশত ছাত্র- জনতার লাশের রক্তে রাজপথ পীচঢালা কালো রক্তিম আভা ছড়িয়েছে । ইতিহাস স্বাক্ষী দেয় ,৫২ -এর ভাষা আন্দোলন ,৬২ শিক্ষানীতি বিরোধী আন্দোলন , ৬৯ গণঅভ্যুত্থান ,৭১ এর মহান মুক্তিযুদ্ধ সহ,৯০ এ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে -আইয়ুব ,ইয়াহিয়া কিংবা এরশাদের বুলেট ছাত্রদেরকে দমিয়ে রাখতে পারেনি। তথাপি আপনি বেয়াদপি নিবেন না -সাম্প্রতিক কালে ঘঠে যাওয়া ছাত্রআন্দোলনকে যদি দীর্ঘায়িত না করতেন তাহলে হয় তবা অন্যান্য রাজনৈতিক দল আগুনে ঘি তালার সুযোগ পেতনা ।
অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় কলেজ , বিশ্ববিদ্যালয় জীবনে যত বার জয় বাংলা শ্লোগান দিয়েছি ততবার যদি সৃষ্টিকর্তার নামে জপ করলে তাহলে হয় উনার নিকট ও প্রিয় বান্দায় পরিনত হতাম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা গনজোয়ারে ভেসে যাবে – এটা কল্পনাতীক ও হাস্যকর বিষয়। এখন থেকে আপনার দল মুসলিমলীগের পথে হাঁটতে শুরু করবে।
সম্পাদক,
একুশে টাইমস