রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

‘শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় পশ্চিমারা’

‘শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় পশ্চিমারা’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে মস্কোর দেওয়া প্রস্তাব শত্রুতা শেষ করার একটি বাস্তবসম্মত উপায়। কিন্তু পশ্চিমারা এটিকে উপেক্ষা করছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ কথা বলেছেন।
রুশ গণমাধ্যম আরটি গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই মাসের শুরুর দিকে বৈদেশিক নীতিসংক্রান্ত এক বক্তৃতায় রুশ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইউক্রেন যদি সামরিক জোট ন্যাটোর সদস্য পদ না চাওয়ার প্রতিশ্রুতি দেয় ও রাশিয়ার দাবিকৃত সব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তবে তিনি যুদ্ধবিরতির আদেশ দেবেন। তবে কিয়েভ সঙ্গে সঙ্গে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এ ছাড়া এই সপ্তাহে রাশিয়া আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে দেওয়া ভাষণে পুতিন বলেছিলেন, তার প্রস্তাবটি আগ্রহী পক্ষগুলোর সাবধানে বিবেচনা করা উচিত। পুতিনের একটি লিখিত স্বাগত বার্তা মঙ্গলবার তার পররাষ্ট্র নীতির সহযোগী ইউরি উশাকভ পাঠ করেন।

সেখানে বলা হয়েছে, ‘পশ্চিমা অনেক রাজনীতিবিদ আমাদের প্রস্তাবিত উদ্যোগের মূলে যেতে চেষ্টাও করেননি। আমি আশা করি, এই ফোরামের অংশগ্রহণকারীরা এটিকে চিন্তা-ভাবনা ও যুক্তিযুক্তভাবে যাচাই করবে এবং দেখবে, এটি সংঘর্ষ থামানোর একটি বাস্তব সুযোগ ও রাজনৈতিক-কূটনৈতিক সমাধান দেয় কি না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana