সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

ফিলিস্তিনে একদিনে আরও ৪০ জনকে হত্যা, আটক ৩০

ফিলিস্তিনে একদিনে আরও ৪০ জনকে হত্যা, আটক ৩০

একদিনে আরও ৪০ ফিলিস্তিনিকে হত্যা এবং ৩০ জনকে আটক করেছে দখলদার ইসরাইলি বাহিনী।  গত ২৪ ঘণ্টায় গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর পৃথক অভিযানে তাদের হত্যা ও আটক করা হয়। এসময় আহত হন অনেকে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু সংখ্যক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে হামাস-ইসরাইল যুদ্ধের দীর্ঘ আট মাসে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মুখে ধ্বংসস্তূপে পরিণিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana