রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
সময় যত বাড়ছে নৃশংস হচ্ছে গাজায় ইসরাইলের হামলা। একদিকে জিম্মি উদ্ধারের চেষ্টা অন্যদিকে আন্তর্জাতিক চাপ- সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় তার যুদ্ধকৌশল নিয়ে সন্তুষ্ট নন ঘরের সঙ্গীরাও।
গাজা যুদ্ধের এই সময়ে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেনি গান্টজ। নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গান্টজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি। তিনি আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন।