বুধবার, ১৮ Jun ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মীসহ নয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে জাহিদ মোস্তফা নামে এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় শহিদুল ইসলাম নামের এক কর্মচারীকে বাধ্যতামূলক অবসর ও মোহাম্মদ আশ্রাফ আলী নামে এক কর্মচারীকে পদাবনতি ও আরেক কর্মচারীকে সতর্ক করা হয়েছে।
এছাড়া গত ১৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হলে ৮০৮ নাম্বার কক্ষের তালা ভেঙে কক্ষ দখল নেওয়ার চেষ্টা ও শিক্ষার্থী মারধরের অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী অনুরাগ দাসকে এক বছর, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) মোস্তাকিম রহমানকে ছয় মাস এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৯তম ব্যাচের আরমানুল আলমকে তিন মাস বহিষ্কার করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।