সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

বিয়ে করছেন কোরিয়ান ব্যান্ড তারকা রিয়োউক

বিয়ে করছেন কোরিয়ান ব্যান্ড তারকা রিয়োউক

বিয়ের করতে যাচ্ছেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড সুপার জুনিয়রের তারকা গায়ক রিয়োউক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই ব্যান্ড তারকা। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া ওই পোস্টে আগামী মে মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধার কথা জানিয়েছেন রিয়োউক।

পোস্টে সুপার জুনিয়রের এই তারকা গায়ক লিখেছেন, ‘অনেক আগে থেকেই বিয়ের বিষয়টি নিয়ে আমি চিন্তা-ভাবনা করছিলাম। ব্যান্ডের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মে মাসের শেষভাগে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন সে বিষয়েও কোনো লুকোচুরি করেননি রিয়োউক। জানিয়েছেন, তাহিতি ব্যান্ডের সাবেক গায়িকা ও অভিনেত্রী অরিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। পোস্টে রিয়োউক লিখেছেন, ‘আমরা প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকে অরির পরিবারের সদস্য হতে চেয়েছিলাম আমি। আমার সিদ্ধান্তকে সমর্থন জানানোর জন্য সুপার জুনিয়রের সদস্য ও এসএম এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana