বুধবার, ০২ Jul ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
প্রথম পর্ব: দেবদাসরা কি চিরকালই রক্তবমি করবে! বিশিষ্ট বাংলা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে উপমহাদেশের বেশ কয়েকটি ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে হিন্দি ভাষায়, বোম্বে থেকে নির্মিত শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায় ও মাধুরী দিক্ষীত অভিনিত ‘দেবদাস’ ছবিটি আন্তর্জাতিক খ্যাতি এনেছিল এবং অস্কার মনোনিত হয়েছিল। সে সময়ে, আমার সুভাগ্য হয়েছিল বিশ্ববিদ্যালয় টিভির রুমে দেবদাস দেখার। তখন থেকে মনে বারবার একটি কথা একটি প্রশ্ন জাগে, নিজেকে তাড়িয়ে বেড়ায়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নায়িকা পার্বতী ওরফে ঐশ্বরিয়া রায় এবং নায়ক দেবদাস ওরফে শাহরুখ খানকে ভালবাসত। তবে দেবদাসের অনুপস্থিতিতে পার্বতীর বিয়ের দিনক্ষণ ঠিক হলে; পার্বতী কিন্তু কোন প্রতিবাদ করেনি। বিয়ে ঠেকানোর চেষ্টা করেনি বা দেবদাসের কাছে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেনি। উপন্যাসের প্রথমেই পার্বতী ও দেবদাসের কিশোর প্রেম কাহিনী পরিলক্ষিত হয়েছে। কিন্তু স্বার্থবাদী নারী চরিত্র পার্বতী ধর্নাঢ্য জমিদারের স্ত্রী হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে রাজী নয়। যদিও দেবদাসের প্রতি তাঁর মোহ ছিল। তেমনি মোহগ্রস্থ ছিল হিরে- জহরতের প্রতি, মোহগ্রস্থ ছিল জমিদার বাড়ির রানী মা হওয়ার জন্য। পার্বতীরা কি চিরকালই এমন থাকবে! চলবে…
শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া