সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত

ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে প্রতিবেশী লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ইসরাইলি জরুরি পরিষেবা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) এর মুখপাত্র জাকি হেলার পিটিআইকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে ইসরাইলের গ্যালিলি অঞ্চলের একটি মোশাভ (সম্মিলিতি কৃষি সমাজ) মার্গালিওটের এক ফলের বাগানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

এতে কেরালার কোল্লাম থেকে ইসরাইলে যাওয়া পাটনিবিন ম্যাক্সওয়েল নিহত হন। এ সময় ভারতীয় নাগরিক বুশ যোশেফ জর্জ ও পল মেলভিন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana