মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

ফেনীতে কিশোর গ্যাং ডিকেবি গ্রুপের প্রধানসহ সশস্ত্র ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৩ মার্চ) শহরের পুরাতন পুলিশ কোয়াটার্স এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিন দুপুরের দিকে ফেনীস্থ র‌্যাব-০৭ এর পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডিকেবি নামক একটি কিশোর গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে শিকার করেন। এসময় তাদের দেহ তল্লাশি করে স্টিলের ধারালো ২টি ফোল্ডিং চাকু ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রুপের প্রধান জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. ফজলুল করিম নিলয় (২৩) ও একই উপজেলার লক্ষ্মীপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে আব্দুল হান্নান অমিত (২৩), সোনাগাজী উপজেলার ছাড়াইত কান্দি এলাকার মৃত নূরুন্নবীর ছেলে মো. আশরাফুল হাসান সিহাব (২২), সদর উপজেলার কালিদহ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোতালেব হোসেন (২২), পৌর বারাহিপুর এলাকার মুনির উদ্দিন আকিব ইমতিয়াজ (২২), পুলিশ কোয়ার্টার এলাকার মো. খলিলের ছেলে মো. সুজন (২০)।
র‌্যাব দাবী করেন, গ্রেফতারের পূর্বে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী পৌরসভা এলাকায় একত্রিত হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana