শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ডিন বলেন, এই ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আসন ৩১০টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছিল ৬৯ হাজার ৪১৬ জন শিক্ষার্থীর।
মঙ্গলবার ছাত্রীদের ও বুধবার ছাত্রদের পরীক্ষা হয়েছে। অংশগ্রহণ ছিল ৭৭ শতাংশ। তাদের মধ্যে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম ১০ শতাংশের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইট থেকে জানা যায়, ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯০ দশমিক ৪০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফাহরিমা ইউসুফ ইলমা। ছাত্রদের মধ্যে ৮৯ দশমিক ৬০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রেদোয়ান হক মারুফ।