সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
গত বছর ৭ অক্টোবর শুরু হয়ে এখনো চলছে হামাস ইসরাইল সংঘাত। এ পর্যন্ত ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরাইলের বর্বর হামলায়। এবার গত ২৪ ঘণ্টায় ৩০ যোদ্ধাকে হত্যার দায় স্বীকার করল ইসরাইল। খবর আলজাজিরার
গাজা উপত্যকার কেন্দ্রস্থলে গত ২৪ ঘণ্টায় ১০ জনেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বাকি হত্যাকাণ্ডগুলো ঘটেছে খান ইউনুস এলাকায়।
এদিকে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার রাত থেকে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর থেকে দুই নারীসহ অন্তত ৩০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
এর ফলে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে গ্রেফতার হওয়া ফিলিস্তিনির মোট সংখ্যা ৭ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে।