মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
বিএনপির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। তবে এই বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতারা সেখানে আলোচনার বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেননি। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদের মধ্যে থেকেও কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
মার্কিন প্রতিনিধিদলে ছিলেন- ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার, ইউএসএআইডির এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘উনারা আমাদের আমন্ত্রণ করেছেন… আমরা এসেছি… কথাবার্তা বলেছি। এতটুকু বলতে পারব… এর বেশি কিছু বলার নেই।’
ঘণ্টাব্যাপী বৈঠকে কী কথা হয়েছে জানতে চাইলে একই উত্তর পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘কথা হয়েছে, উনারা দাওয়াত করেছেন। আমরা এসছি… দ্যাটস অল।’
মার্কিন প্রতিনিধিদলকে আপনারা কী বলেছেন- জানতে চাইলে আমির খসরু ফের একই উত্তর পুনরাবৃত্তি করেন। আমির খসরু বলেন, ‘কিছু বলার নেই।’