বুধবার, ০২ Jul ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
একুশে ডেস্ক :
দুদিন পর মুক্তি পাবে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’। কিন্তু তার আগেই চলে গেলেন এ সিনেমার অভিনেতা আহমেদ রুবেল।
মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেন। আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায়। অভিনয়ের সঙ্গে তার সখ্য মঞ্চ দিয়ে।
প্রয়াত সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।
এরপর তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।