রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

ওয়েবমেট্রিক্স র‌্যাকিংয়ে তৃতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

ওয়েবমেট্রিক্স র‌্যাকিংয়ে তৃতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্পেনের শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাকিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দেশের ১৭০ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠের অবস্থান এখন ১ হাজার ৪০৬তম।

যদিও ওয়েবমেট্রিক্স র‌্যাকিংয়ে গত বছরে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় সংস্করণে দেশে এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল দ্বিতীয়। সে অনুযায়ী এবারে একধাপ পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের ন্যায় এবারো দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‌্যাকিংয়ে যার অবস্থান ১ হাজার ১২৮; যা গত বছরে ছিল ১ হাজার ৫১। এদিকে গত বছরের অবস্থান ধরে রাখতে না পেরে দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪০৬তম। অন্যদিকে তৃতীয় অবস্থান থেকে একধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; যার বিশ্ব র‌্যাকিং ১ হাজার ৩৮৩তম।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাকিং ১৪০৮), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাকিং ১৭১৭), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাকিং ১৯৯৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাকিং ২০০৭), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাকিং ২১১০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাকিং ২২৪২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাকিং ২২৯৪)।

প্রসঙ্গত, এই র‌্যাকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এ প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana