সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

গাজায় ২৪ ঘণ্টায় ১৯০ ফিলিস্তিনি নিহত

গাজায় ২৪ ঘণ্টায় ১৯০ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের বর্বর হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯০ ফিলিস্তিনির প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও ৩৪০ জন। খবর আল-জাজিরার

এছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

জাতিসংঘ বলছে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরাইলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

এদিকে অবরুদ্ধ গাজার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯৪ অধ্যাপককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া আরও কয়েকশ শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী গাজা সংঘাতে নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবেই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বাড়ি-ঘরে হামলা চালানোর আগে কোনো ধরনের সতর্কতাও জারি করা হচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana