মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ মার্শাল আর্ট এসোসিয়েশন এবং রুহুল উসু-কুংফু মার্শাল আর্ট একাডেমীর উদ্যোগে মার্শাল আর্ট প্রতিভা অন্বেষনের সমাপনী অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ জানুয়ারি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কিশোরগঞ্জ মার্শাল আর্ট এসোসিয়েশনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.টি.এম ফরহাদ চৌধুরী।
বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাকিবুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, উসু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, মার্শাল আট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইউসুফ মহসিন, প্রশিক্ষক মোঃ রুহুল আমিন প্রমুখ। পরে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।