মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

তীব্র শীতের মধ্যে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

তীব্র শীতের মধ্যে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

মাঘ মাসের হাড় কাঁপানো শীতের মধ্যে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা ১০ মিনিটে বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি চলে ৬টা ৩৬ মিনিট পর্যন্ত। এ সময় শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই বৃষ্টিতে শীতের দাপট কমেনি, বরং বেড়েছে। তাই রাস্তাঘাটে চলাচল কমেছে মানুষের। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দুস্থ, খেটেখাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। কেননা হাড় কাঁপানো শীতে তারা কাজ করতে পারছেন না।

দিনমজুর শফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে রোদ ওঠে না। ঠাণ্ডার কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। ফলে কনকনে ঠাণ্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। শরীরের কাঁপুনিও থামছে না; কিন্তু বাড়িতে বসে থাকলে মুখে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে প্রচণ্ড শীতের মধ্যেও কাজের সন্ধানে বের হয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana