মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:১২ অপরাহ্ন
কিউবায় যুদ্ধপরাধীদের বিচারের দায়িত্ব পড়ল চে’গুয়েভারার উপর। তখন রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমা প্রেস এ নিয়ে রোমহর্ষক গল্প ফাঁদছিল- চে’গুয়েভারা কিউবাকে রক্তগঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন। চে’গুয়েভারা এই পদে প্রায় ছয়মাস ছিলেন। যাদের বিচার করতেন, তারা হলো- বাতিস্তা আমলের আধিকারিক কমিউনিস্ট কার্যকলাপ দমন করার ব্যুরো, গোপন পুলিশ বাহিনী, রাজনৈতিক গোয়েন্দা বিভাগ ও রাজনৈতিক অপরাধীরা। কিউবার জনতা তখন স্বাধীনতার জোয়ারে- প্রতিহিংসাপরায়ন। তাদের হাত থেকে গেরিলারা উদ্ধার করে এই সব অপরাধীদের লা কাবানায় নিয়ে আসা হতো। তখন চে’গুয়েভারা তাঁর অধীনস্থ বিচারকদের নির্দেশ দিয়েছিলেন- প্রতিটি কেস খুঁটিয়ে খুঁটিয়ে তথ্য নির্ভর বিশ্লেষণ করা হয়।
শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।