বুধবার, ১৮ Jun ২০২৫, ১২:০০ অপরাহ্ন

কালিয়াকৈরে সুতার কারখানায় আগুন

কালিয়াকৈরে সুতার কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এ ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান জানান, কিসে থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে রাখতে পরে  টাঙ্গাইল মির্জাপুর ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৫মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপনের কাজ চলছে। নির্বাপনে সময় লাগতে পারে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana