বুধবার, ১৮ Jun ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা নতুন অর্থমন্ত্রীর অগ্রাধিকার

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা নতুন অর্থমন্ত্রীর অগ্রাধিকার

একুশে ডেস্ক :

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে বলে মনে করেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে তা মোকাবিলায় পদক্ষেপ নিতে সময় চান তিনি।

এই পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমরা জানি বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করে; এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় কীভাবে হবে। জবাবে মাহমুদ আলী বলেন, মিলেমিশে কাজ করতে হবে; অর্থ মন্ত্রণালয় একা পারবে না।

টাকার অবমূল্যায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অনেক দেশেই মুদ্রার বড় ধরনের অবনমন হয়েছে; আমাদের অতটা হয়নি। তবে এসব বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে; দায়িত্ব নিয়েই সব সমস্যার সমাধান করে ফেলব, তা তো আর হয় না। এ সময় মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা চান অর্থমন্ত্রী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কত ষড়যন্ত্র, কতকিছু থাকা স্বত্বেও আমারা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে।

সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana