মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

কিশোরগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: 
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগিতা ও অ্যাথলেটিক্স এর মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুইটি প্রশিক্ষণের উদ্বোধন করেন  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রুবেল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের  উপ পরচালক ( ভারপ্রাপ্ত )  জেড. এ. সাহাদাৎ হোসেন, মোঃ শফিকুর রহমান কাজল, সদস্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর সহ- সভাপতি এ.কে এম ফারুক জেলা চেম্বার অফ কমার্স এর সভপতি মোঃ মজিবুর রহমান বেলাল।

ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান/ ক্লাব হতে অন লাইনে নিবন্ধনকৃত (ওয়াটসআপ) ১৭০জন ক্ষুদে খেলোয়ার ফুটবল এবংঅ্যাথলেটিক্স অংশগ্রহণ করছে।

বাছাই পর্ব শেষে ৩০ জন ক্ষুদে ফুটবলারকে এবং ৩০জন অ্যাথলেট কে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দক্ষ প্রশিক্ষক দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদে ফুটবলার ও অ্যাথলেটদের জন্য জার্সি উন্মোচন করেন ও ফুটবল বিতরণ করেন।

জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সার্বিক ব্যবস্থাপনায় ও সাবেক ক্রীড়া শিক্ষক ধারাভাষ্যকার এম আব্দুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ, সাবেক ফুটবল খেলোয়াড়, অ্যাথলেট, ক্রীড়া সংগঠক, সাংবাদিক বৃন্দ, স্কাউট সংগঠক, জেলা রেফারীর সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলার সম্মানিত, সাধারন সম্পাদক, ক্লাবের সভাপতি ও সাধরণ সম্পাদক, জেলা দলের অধিনায়ক হুমায়ুন কবির অমি, সাবেক খেলোয়াড়, কোচ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana