পুঁজিবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নে বাজার মধ্যস্থতাকারীদের ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিএমএসএফ’র জরুরি বোর্ড অব গভর্নর সভায় এ ঋণ তহবিল বিতরণের অনুমোদন দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বাজার মধ্যস্থতাকারীরা সিএমএসএফ নীতিমালা এবং বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দেশনা অনুসারে সিএমএসএফ মনোনীত ব্যাংকের মাধ্যমে এ ঋণ নিতে পারবে।
২০২১ সালে প্রতিষ্ঠার পর ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড বিনিয়োগকারী বান্ধব বিভিন্ন কার্যক্রম নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে পরামর্শ করে সিএমএসএফ বিধিমালা ২০২১ এর ধারা ৫ (১৫) অনুযায়ী এই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।