রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

তুরস্ক সফর বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট

তুরস্ক সফর বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট

একুশে ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার তুরস্ক সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তার আঙ্কারা সফরের কথা ছিল। তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

তুরস্কের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে দুটি সন্ত্রাসী হামলার পর তার সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট রাইসি। ওই হামলায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।

খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের রাজনৈতিক ডেপুটি মোহাম্মদ জামশিদি বলেছেন, কেরমানে সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট তার তুরস্ক সফর বাতিল করেছেন। তবে পরবর্তীতে একটি উপযুক্ত সময়ে এই সফরটি অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana