বুধবার, ১৮ Jun ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
একুশে ডেস্ক :
হামলা দিয়েই বছর শেষ। নতুন বছরের শুরুটাও সেই হামলায়ই! অবরুদ্ধ গাজায় পুরোনো বছরের বিদায় আর নতুন বছরের অভ্যর্থনা এবার বোমা-বারুদেই হলো! নতুন বছরের প্রথম প্রহরে দেশে দেশে যখন বর্ষবরণের আতশবাজি ফুটছিল, গাজায় তখন ইসরাইলের বোমা! ঠিক যেন ২০২৩ সালেরই পুনরাবৃত্তির পূর্বাভাস ছড়িয়ে দিল ইসরাইল। চারদিকে ধ্বংসস্তূপ আর লাশ-পচা দুর্গন্ধ।
বর্বর ইসরাইলের নৃশঃসতায় এভাবেই শেষ হয় গাজার ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বছর। নির্দয়তায় এ কালো অধ্যায় থেকে নতুন বছরেও মুক্তি পাবে না গাজাবাসী। বরং ২০২৪ সালে জুড়েই চলবে গাজা যুদ্ধ। বছরের প্রথম দিনে সে হুঁশিয়ারিই দিল ইসরাইল। এএফপি, রয়টার্স, বিবিসি।
সোমবার ইসরাইলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আইডিএফ (ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী) অবশ্যই এই বছরজুড়ে অতিরিক্ত কাজ করবে এবং যুদ্ধের জন্য আমাদের কী প্রয়োজন হবে তা বুঝে আগে থেকে পরিকল্পনা করতে হবে। ’তিনি আরও বলেন, ‘যুদ্ধের উদ্দেশ্য হাসিলে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে হবে এবং আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’
এমনকি নতুন বছরে লড়াইয়ের জন্য কয়েক হাজার সংরক্ষিত সেনার প্রয়োজন হবে বলেও জানিয়েছে সামরিক সেনা। নতুন বছরের শুরু হওয়ার আগে এক বার্তায় হাগারি আরও বলেন, ‘সেনাবাহিনী এখন পরিকল্পনা করছে কীভাবে সামনের মাসগুলোতে সেনা মোতায়েন করা যায়।