বুধবার, ০২ Jul ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদেরও একসময় দাপট ছিল

ব্রহ্মপুত্র নদেরও একসময় দাপট ছিল

মোঃ মাইন উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি : জীবনে কত কিছুর উত্থান পতন দেখেছি কিন্তু রাতে যখন ঘুমুতে যায় তখনই মনে পড়ে বাড়ির পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত একসময়ের দাপুটে পুরনো ব্রহ্মপুত্র নদের কথা। সময়ের দাপুটে এ ব্রহ্মপুত্র কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পুরনো ব্রহ্মপুত্র নদের একসময় খুব দাপট ছিল। আজ আর নেই। ব্রহ্মপুত্র নদ তার নাব্যতা হারিয়ে পানি ও স্রোতের দাপট বলতে আর কিছুই নেই। নদের বুক এখন শুকিয়ে গেছে। হায়রে নদীর জীবন! যে নদে ছিল আঙুল কাটা স্রোত সেই দাপটে ব্রহ্মপুত্র নদের বুকে পা রেখে শুকনো মৌসুমের শুরুতেই বক হাঁটছে, আর নদের গর্ভে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। দাপটে ব্রহ্মপুত্রের এই করুণ দৃশ্য দেখে মনে পড়ে গেল- পুরনো ব্রহ্মপুত্র নদেরও যে একসময় দাপট ছিল। তবে ব্রহ্মপুত্রকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান সরকার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্রহ্মপত্র নদের খনন কাজ আরও আগেই শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana