শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

কুলিয়ারচরে নৌকার নির্বাচনী জনসভায় নাজমুল হাসান পাপন

কুলিয়ারচরে নৌকার নির্বাচনী জনসভায় নাজমুল হাসান পাপন

মোঃ মাইন উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন মাঠে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় যোগদেন তিনি। এ সময় ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস.এম আজিজ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান জিলন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, ফরিদপুর ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি তারেক আজিজ খাঁন ইকবাল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছাঃ লিপি বেগম, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার শিউলি, ফরিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ নিলা বেগম, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোঃ ওমর ফরুক ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক মোঃ ছায়েদুর রহমান সবুজ, সদস্য সচিব আরীফ সরকার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুবলীগ নেতা আবুল বাশারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, দেশ বিরোধী চক্র দেশ ধ্বংসের পায়তারায় লিপ্ত রয়েছে। জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাধ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন। নির্বাচন বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচাল করতে চাইলে এবার আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক কাসেম।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana