শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে ডিসি-এসপিকে ইসির নির্দেশ

২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে ডিসি-এসপিকে ইসির নির্দেশ

কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনার তদন্ত করে ২৪ ঘণ্টা মধ্যে প্রতিবেদন দিতেজেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৩ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি পাঠান।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্ছিত বা প্রহার করার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এই বিষয়ে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাহারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও একাধিকবার শোকজ করেছিলে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana