বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

নির্বাচনে সুষ্ঠু  ভোট নিয়ে শঙ্কা ও  চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ভৈরবে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

নির্বাচনে সুষ্ঠু  ভোট নিয়ে শঙ্কা ও  চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ভৈরবে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

এম এ হালিম,  বার্তা সম্পাদক : নির্বাচনে সুষ্ঠু  ভোট নিয়ে শঙ্কা ও ফরিদপুর  ইউপি  চেয়ারম্যান এসএম আজিজুল্লাহর বিরুদ্ধে  ব্যবস্থা নেয়ার দাবিতে  ভৈরবে  জাতীয়  পার্টির প্রার্থী এন কে সোহেল  আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরবে   রোজ গার্ডেন চায়নিজ রেস্টুরেন্টে  সংবাদ সম্মেলন করেছেন।  এ সময় তিনি  বলেন, দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে কেন্দ্রে না গেলে কিংবা নৌকা প্রার্থীকে ভোট না দিলে ইউনিয়ন  পরিষদ থেকে সেবা প্রদান করা হবেনা। তারা কোন সেবা পাবেনা ।  সেবা পেতে হলে  ইউনিয়ন  আওয়ামী লীগের  সাধারন সম্পাদক  বা নেতারা সার্টিফাইড করে দিলে সেবা প্রদান করা হবে। গত ১৪ ডিসেম্বর  কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর  ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান  ও আওয়ামী লীগ সভাপতি  এসএম আজিজুল্লাহ ওরফে আরজু আনন্দ  বাজারে আওয়ামী লীগের  কর্মী  সম্মেলনে এমন বক্তব্য দিয়েছে । যা সামাজিক যোগাযোগ  মাধ্যমে ভাইরাল হলে ও এবং  জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পর ১০ দিন অতিবাহিত  হলেও  কোন ব্যবস্থা না নেয়ায়  সুষ্ঠু  নির্বাচন নিয়ে ভোটাররা ও লাঙল প্রতীক প্রার্থী নুরুল কাদের সোহেল শঙ্কা প্রকাশ করছেন। শুধু তাই  নয় আওয়ামী লীগ  প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা  ও কেন্দ্রে গিয়ে  ভোট প্রদানের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সুষ্ঠু  নির্বাচন ও নিরপেক্ষ  ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রার্থী নুরুল  কাদের  সোহেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  ভৈরব  উপজেলা  জাতীয়  পর্টির  সাধারন সম্পাদক  রিয়াজুল হক। পৌর জাতীয়  পার্টির  সিনিয়র সহ-  সভাপতি  শামিম আহমেদ ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  নাজিম উদ্দীন প্রমূখ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana