শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে চোখ মাহফুজদের

বিশ্বকাপে চোখ মাহফুজদের

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম বড় দুটি সাফল্যই এসেছে যুবাদের হাত ধরে। ২০২০ সালে আকবর আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয়দের হাত ধরে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জেতে বাংলাদেশ। এবার যুবাদের হাত ধরেই এসেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে শিরোপা নিয়ে ইতিমধ্যে দেশে ফিরেছে দলটি। ফেরার পর দলপতি জানিয়েছেন, এখানেই থামতে চায় না তার দল। তাদের চোখ এখন বিশ্বকাপে। বছর তিনেক আগে আকবরের দল যেভাবে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরেছিল, সামনে বছর রাব্বিরাও তাই করতে চান।
সোমবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের যুবারা। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক রাব্বি। ব্যক্ত করেন ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া যুব বিশ^কাপ জেতার আশাবাদ, ‘প্রথমত আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। তবে আমাদের এখন দায়িত্ব বেড়ে গেছে। সামনে যে বিশ্বকাপ আছে সেটি জিততে চাই। সেই বিশ্বকাপের জন্য এশিয়া কাপে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি।’
যুবাদের এশিয়া কাপ জয়টা এক দিনের প্রচেষ্টায় আসেনি। এই টুর্নামেন্ট নিয়ে অনেক দিনে ধরে পরিকল্পনা সাজিয়েছেন বলে জানান রাব্বি। বিমানবন্দরে এসে সেটিই সাংবাদিকদের জানালেন এই তরুণ, ‘প্রথমত আমি ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করেছি। ধন্যবাদ দিতে চাই আমার টিম ম্যানেজমেন্টকে। আর খোলোয়াড়রাও সবাই খুব ভালো খেলেছে। তারা সাপোর্ট না দিলে হয়তো এই সফলতা আসত না আমাদের। আর চিন্তা ছিল দেশের জন্য কিছু করব, এটা ৬ মাস আগেই প্ল্যান ছিল। এশিয়া কাপ কখনো বাংলাদেশে আসেনি, তাই এটা যদি বাংলাদেশে আনতে পারি তা হলে বড় একটা প্রাপ্তি হবে।’
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana