একুশে ডেস্ক :
বছরের শেষ দিকে বলিউড বাদশা শাহরুখ খান ডানকি নিয়ে আসছেন। এরই মধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ছবিটি ছাড়পত্র পেয়েছে।
পুরোদমে প্রচার চলছে ডানকি’র। সামাজিক মাধ্যমে শাহরুখ খান ও তার ভক্তরা বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ডানকির অ্যাডভান্স বুকিং।
জানা গেছে, ডানকি ছবিটি ২ ঘণ্টা ৪১ মিনিটের। প্রকাশ্যে এসেছে ডানকি ছবির ট্রেলার থেকে শুরু করে একাধিক গান। আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে। তবে একই দিনে বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অনন্য মামুন।
ডানকি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে আছেন শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি।