বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

নিকলীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

নিকলীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

 নিকলী উপজেলা প্রতিনিধিঃ শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যাদয়ের সাথে সাথে নিকলী স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার পাপিয়া আক্তার। পরে উপজেলা কলেজ মাঠে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে সকাল আটটার দিকে উপজেলা প্রসাশনের উদ্যোগে নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল, কলেজের শিক্ষার্থী,আনসার,ফায়ার সার্ভিস ও নিকলী থানা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি,,উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ রিয়াজুল হক আয়াজ,সহকারি কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মণ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবুবকর সিদ্দিক,নিকলী থানার ওসি এস.এম শাহাদাত হোসেন, উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ সেলিমসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংবর্ধনা, প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana