মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

নতুন কর্মসূচি দেয়নি বিএনপি

নতুন কর্মসূচি দেয়নি বিএনপি

একুশে ডেস্ক :

দফায় দফায় হরতাল-অবরোধ দিলেও আজ (বৃহস্পতিবার) নতুন করে আর কোনো কর্মসূচি ঘোষণা করেনি বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, বিজয় দিবসকে সামনে রেখে আগামী কয়েকদিন আন্দোলন সম্পৃক্ত কোনো কর্মসূচি দিচ্ছে না দলটি।

গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

সেই কর্মসূচি শেষে আজ (বৃহস্পতিবার) বিকালে অনলাইন ব্রিফিংয়ে রিজভী বলেন, ‘গত দেড় মাসের বেশি সময় ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়াপল্টনের ত্রিসীমায় যেতে পারেন না আমাদের নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়েও নজরদারি করছে শেখ হাসিনার দলদাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘প্রহসনের নির্বাচনও স্বৈরতন্ত্রের পতন ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। এই বিজয়ের মাসে শেখ হাসিনার বিরুদ্ধে বিজয় হবে জনতার।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana