শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

শহীদ ও খেতাব প্রাপ্ত কিশোরগঞ্জের বীর যোদ্ধারা

শহীদ ও খেতাব প্রাপ্ত কিশোরগঞ্জের বীর যোদ্ধারা

১। লেপ্টেনেন্ট কর্ণেল এপি এম হায়দার (বীর উত্তম) পৈতৃক নিবাস খরমপট্টি, কিশোরগঞ্জ।
২। শহীদ লেপ্টেনেন্ট আবুমঈন আসফাকুল (বীর উত্তম) পৈতৃক নিবাস সতেরদরিয়া, কিশোরগঞ্জ।
৩। শহীদ সিরাজুল ইসলাম (বীর বিক্রম) পৈতৃক নিবাস ইটনা, কিশোরগঞ্জ।
৪। মতিউর রহমান (বীর বিক্রম) পৈতৃক নিবাস বানিয়াহাটি, নিকলী, কিশোরগঞ্জ।
৫। এ ওয়াই এম মাহফুজুর রহমান (বীর প্রতীক) পৈতৃক নিবাস আসমিতা, কিশোরগঞ্জ।
৬। শহীদ বদিউল আলম বদি (বীর বিক্রম) পৈতৃক নিবাস উত্তরপাড়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
৭। শহীদ লিলু মিয়া (বীর বিক্রম) পৈতৃক নিবাস কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
৮। লেপ্টেনেন্ট কর্ণেল শাফায়েত জামীল (বীর প্রতীক) পৈতৃক নিবাস খগড়মারা, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
৯। মেজর জেনারেল এম এ মতিন (বীর প্রতীক) পৈতৃক নিবাস কাজলা, তাড়াইল, কিশোরগঞ্জ।
১০। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আইনউদ্দিন (বীর প্রতীক) পৈতৃক নিবাস লক্ষীপুর, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
১১। এ কে এম রফিকুল ইসলাম (বীর প্রতীক) পৈতৃক নিবাস আলোর মেলা, কিশোরগঞ্জ সদর।
১২। সুবেদার মেজর ইদ্রিস মিয়া (বীর প্রতীক) পৈতৃক নিবাস বড়কাপন, কিশোগঞ্জ সদর, (নীলগঞ্জ)।
১৩। আব্দুর জব্বার (বীর প্রতীক) পৈতৃক নিবাস ভাটিয়া, সাদুল্লাচর, কিশোরগঞ্জ।
১৪। হারুন-অর-রশীদ (বীর প্রতীক) পৈতৃক নিবাস গাজীরচর, বাজিতপুর, কিশোরগঞ্জ।
১৫। শহীদ খায়রুল জাহান (বীর প্রতীক) পৈতৃক নিবাস খরমপট্টি, কিশোরগঞ্জ।
১৬। শহীদ সেলিম (বীর প্রতীক) পৈতৃক নিবাস কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
১৭। মো: নাজিউদ্দিন (বীর প্রতীক) পৈতৃক নিবাস জামালপুর, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
১৮। শহীদ আমির হোসেন (বীর প্রতীক) পৈতৃক নিবাস কালিকা প্রসাদ, ভৈরব, কিশোরগঞ্জ।
১৯। নূরুল ইসলাম খান পাঠান উদ্দিন (বীর প্রতীক) পৈতৃক নিবাস খরমপট্টি, কিশোরগঞ্জ।
২০। ডা. সেতারা বেগম (বীর প্রতীক) পৈতৃক নিবাস খরমপট্টি, কিশোরগঞ্জ।

শাফায়েত জামিল রাজীব
সম্পাদক
একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana