শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় আরও ২৭ জন নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরও ২৭ জন নিহত

একুশে ডেস্ক :

ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে খান ইউনিস ও রাফাহ শহরে আরও ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে— ইসরাইলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকার বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে খান ইউনিস ও রাফাহ শহরগুলোকে লক্ষ্য করে বেশি হামলা চালাচ্ছে ইসরাইল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে— সামরিক কামান গাজা শহরের পূর্বে আল-দারাজ এবং আল-তুফাহ এলাকার পাশাপাশি ছিটমহলের উত্তর অংশের জাবালিয়া শহরেও গোলাবর্ষণ করেছে।

ইসরাইল আকাশ ও স্থল থেকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে। গত ৭ অক্টোবর আন্তঃসীমান্ত হামাসের আক্রমণের প্রতিশোধ হিসেবে স্থল আক্রমণ করেছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় ১৮ হাজার ৬০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের ইসরাইলি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০০। হামাসের হাতে এখনো বন্দি আছে ১৩৯ জন ইসরাইলি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana