শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
একুশে ডেস্ক :
ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে খান ইউনিস ও রাফাহ শহরে আরও ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।
ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে— ইসরাইলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকার বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে খান ইউনিস ও রাফাহ শহরগুলোকে লক্ষ্য করে বেশি হামলা চালাচ্ছে ইসরাইল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে— সামরিক কামান গাজা শহরের পূর্বে আল-দারাজ এবং আল-তুফাহ এলাকার পাশাপাশি ছিটমহলের উত্তর অংশের জাবালিয়া শহরেও গোলাবর্ষণ করেছে।
ইসরাইল আকাশ ও স্থল থেকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে। গত ৭ অক্টোবর আন্তঃসীমান্ত হামাসের আক্রমণের প্রতিশোধ হিসেবে স্থল আক্রমণ করেছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় ১৮ হাজার ৬০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের ইসরাইলি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০০। হামাসের হাতে এখনো বন্দি আছে ১৩৯ জন ইসরাইলি।