শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

রাজার সমালোচনায় এমপির ছয় বছরের কারাদণ্ড

রাজার সমালোচনায় এমপির ছয় বছরের কারাদণ্ড

একুশে ডেস্ক :

রাজার সমালোচনা করার অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন থাইল্যান্ডের প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) একজন সংসদ-সদস্য রুকচানোক শ্রীনর্ক (২৯)। বুধবার তার ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন থাই আদালত।

এ বিষয়ে এমএফপি নেতা চৈথাওয়ান তুলাথন বলেন, ‘রাকচানোক শ্রীনর্ককে ১১২ (লেস ম্যাজেস্টে) অভিযোগে তিন বছরের ও কম্পিউটার অপরাধ আইনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

চলতি বছরের মে মাসের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছিল এমএফপি। কিন্তু দলটি থাইল্যান্ডের কঠোর রাজকীয় মানহানি আইন সংস্কারের পক্ষে থাকায় সরকার গঠন করতে পারেনি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana