শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

গাজায় জনসংখ্যা কমানোর গোপন নীলনকশা নেতানিয়াহুর

গাজায় জনসংখ্যা কমানোর গোপন নীলনকশা নেতানিয়াহুর

একুশে ডেস্ক :

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিমান হামলা আর স্থল অভিযান শুরুর পর থেকেই দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের একাধিক অভিযোগ উঠেছে। প্রতিদিনই ফিলিস্তিনি বেসামরিকদের নিহতের সংখ্যা বাড়ছে।

ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে ছাড় পাওয়া মৃত ফিলিস্তিনিদের লাশ পরীক্ষা-নিরীক্ষা করে অঙ্গ-প্রত্যঙ্গ চুরির বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। দেশে দেশে ছড়িয়ে পড়া ইসরাইলের এই নৃশংস খবরের মধ্যেই এবার ঘৃণার ঝড় তুলল দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরেক জাতবিদ্বেষী ছকে।

গাজায় ফিলিস্তিনি জনসংখ্যা সর্বনিম্নে নামিয়ে আনার গোপন নীলনকশা করেছেন নেতানিয়াহু। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এমন পরিকল্পনার ছক কষছেন দেশটির কৌশলবিষয়ক মন্ত্রী রন দারমার। শনিবার ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ফিলিস্তিনিদের অঙ্গ চুরির বিষয়ে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজার বিভিন্ন হাসপাতাল ছাড়াও উত্তর গাজার আল-শিফা ও ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে কয়েক ডজন লাশ জব্দ করেছে। ইসরাইলি সেনারা ফিলিস্তিনি মৃতদের চোখের কর্নিয়া, লিভার, কিডনি ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ চুরি করছে বলে দাবি জানাচ্ছে সংস্থাটি। আর এ বিষয়ে যথেষ্ট প্রমাণও তাদের হাতে আছে বলে জানানো হয়।

এছাড়া এনজিও সংস্থাটি ইসরাইলি সেনাদের একটি গণকবর থেকে ফিলিস্তিনিদের লাশ উত্তোলন করার খবরও দিয়েছে। যদিও পরিবারের সম্মতি ছাড়া মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছে ইসরাইল। তবে এর আগে ইসরাইলি ডাক্তার মেরা ওয়েইস তার বই ‘ওভার দ্য ডেড বডিস’-এ ১৯৯৬ এবং ২০০২ সালের মধ্যে মৃত ফিলিস্তিনিদের শরীর থেকে চুরি করা অঙ্গ-প্রত্যঙ্গ ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা গবেষণায় ব্যবহার করার কথা স্বীকার করেন। সে সময় ইসরাইলি রোগীদের দেহেও এসব অঙ্গ প্রতিস্থাপনের তথ্য দিয়েছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana