দেশের দ্বিতীয় বৃহত্তম উচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য ফটক রয়েছে নয়টি। এর মধ্যে প্রধান ফটক ও কাজলা গেট ব্যতীত বাকি সাতটি ফটক অনেকটা অরক্ষিত। নেই পর্যাপ্ত নজরদারি এবং আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতি। এসব পথে সাধারণ মানুষের ভিড়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ক্ষতিকর মাদকদ্রব্য নিয়ে প্রবেশ করছে বহিরাগত ব্যাবসায়ী কিংবা স্বয়ং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর চলছে অবাধে বেচাকেনা ও সেবন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মতে, ক্যাম্পাসে মাদক এখন মহামারি আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় ১০টি স্পটে চলছে নির্বিঘ্নে মাদক গ্রহণ ও অসামাজিক কার্যক্রম। হাতেনাতে কতিপয় মাদকসেবিদের ধরতে পারলেও বন্ধ করা যাচ্ছে না বাহির থেকে আসা চালান। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একাধিক সদস্যরা।