মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

রাবি ক্যাম্পাসে মাদকের মহামারি রূপ, হিমশিম খাচ্ছে প্রশাসন

রাবি ক্যাম্পাসে মাদকের মহামারি রূপ, হিমশিম খাচ্ছে প্রশাসন

দেশের দ্বিতীয় বৃহত্তম উচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য ফটক রয়েছে নয়টি। এর মধ্যে প্রধান ফটক ও কাজলা গেট ব্যতীত বাকি সাতটি ফটক অনেকটা অরক্ষিত। নেই পর্যাপ্ত নজরদারি এবং আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতি। এসব পথে  সাধারণ মানুষের ভিড়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ক্ষতিকর মাদকদ্রব্য নিয়ে প্রবেশ করছে বহিরাগত ব্যাবসায়ী কিংবা স্বয়ং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর চলছে অবাধে বেচাকেনা ও সেবন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মতে, ক্যাম্পাসে মাদক এখন মহামারি আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় ১০টি স্পটে চলছে নির্বিঘ্নে মাদক গ্রহণ ও অসামাজিক কার্যক্রম। হাতেনাতে কতিপয় মাদকসেবিদের ধরতে পারলেও বন্ধ করা যাচ্ছে না বাহির থেকে আসা চালান। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একাধিক সদস্যরা।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana