শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
একুশে ডেস্ক :
দেশের রাজস্ব (ভ্যাট-ইনকাম ট্যাক্স) আহরণে আয়করদাতাদের উদ্বুদ্ধ, করভীতি দূর ও সচেতনতার লক্ষ্যে বেসরকারি উদ্যোগে রাজধানীর উত্তরায় আয়োজন করা হয় ‘আয়কর মেলা-২০২৩’।
মেলার আয়োজক ডিজিটাল ইকোনমি ডেভেলপমেন্ট ফোরাম (ডিইডিএফ) জানায়, কর ব্যবস্থাকে আরও ব্যক্তিকেন্দ্রিক এবং সবার কাছে গমনযোগ্য করার জন্য ক্রমাগত প্রচেষ্টার অংশ হিসাবেই এ আয়োজন করা হয়েছে।
‘ফাউন্ডার্স, আইটি, আইটিএস ও ফ্রিল্যান্সার আয়কর মেলা-২০২৩’ শীর্ষক আয়োজনে বক্তারা বলেন, কর প্রদানে করদাতাদের মাঝে মারাত্মক করভীতি রয়েছে। আর এসব করভীতি দূর করতেই আমরা শিগগিরই জনসাধারণের জন্য ট্যাক্স টেকনোলজি নিয়ে এসেছি। এতে আয়করদাতারা সহজেই সেবা নিতে পারবেন।
এ ব্যাপারে ট্যাক্সস্যাভিওর কোংম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউদ্দীন মো. জীবন চৌধুরী বলেন, ‘ট্যাক্সবিডি’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই নিজেদের আয়কর সেবা গ্রহণ করতে পারবেন। আমরা চেষ্টা করছি এনবিআরের পাশাপাশি দেশের রাজস্ব আহরণে করদাতাদের আয়কর সেবা সহজ করতে।