মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

স্বর্ণের দামে নতুন রেকর্ড

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ করতে হবে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের এত দাম হয়নি।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার (১৯ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে ।
এরআগে চলতি মাসের ৫ নভেম্বর স্বর্ণের দাম বাড়ায় বাজুস। শনিবার (১৮ নভেম্বর) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ চার হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭১ হাজার ৩২৫ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana