শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

সংযোগ সড়ক নেই সেতুর, বাঁশের মই বেয়ে পারাপার

সংযোগ সড়ক নেই সেতুর, বাঁশের মই বেয়ে পারাপার

কুড়িগ্রামের রৌমারীতে কোমড়ভাঙ্গী ভিটাপাড়া এলাকায় বেড়িবাঁধের খালের ওপর একটি সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না সেতুটি। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাসহ স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীদের। সড়কের অভাবে সেতুতে উঠতে বাঁশের তৈরি মই ব্যবহার করছেন তারা। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সংযোগ বিহীন সেতু এলাকার মানুষ।
গত বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিনে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় যাদুরচর ইউনিয়নের কোমড়ভাঙ্গী আব্দুল গফুরের বাড়ি থেকে জামাইপাড়া বেড়িবাঁধ যাওয়ার রাস্তায় আব্দুল কাদেরের বাড়ির কাছে খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণ করা হয়। কাজটি পায় মেসার্স শীতল কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মামুনুর রশিদ। এতে নির্মাণ ব্যয় ধরা হয় ৭০ লাখ ৭২ হাজার ২২৪ টাকা। অথচ এ সেতুটি নির্মাণের পর পূর্বপাশে সামান্য মাটি ফেলা হলেও পশ্চিমপাশে বাঁশের মই বেয়ে চলাচল করছেন মানুষ। সংযোগ সড়ক বিহীন এ সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাদুরচর ইউনিয়নের কোমড়ভাঙ্গী ভিটাপাড়া, জামাইপাড়া, পুরাতনপাড়া, শিবেরডাঙ্গী, পাখিউড়া, কোমড়ভাঙ্গী উত্তরপাড়া এলাকাসহ ১০ গ্রামের মানুষ। দীর্ঘদিন থেকে সেতুটি এভাবে সংযোগ সড়ক বিহীন থাকলেও দেখার যেনো কেউ নেই।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana