শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন

দ্বাদশ  সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভৈরবে  ইসলামি  ফণ্টের মত বিনিময় সভা 

দ্বাদশ  সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভৈরবে  ইসলামি  ফণ্টের মত বিনিময় সভা 

এম এ হালিম,  বার্তা সম্পাদকঃ দ্বাদশ  সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভৈরবে বাংলাদেশ  ইসলামি  ফণ্টের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ  ইসলামি  ফন্ট ভৈরব শাখার আয়োজনে আজ শনিবার  দুপুরে  শহরের কমলপুরে অবস্থিত বধুয়া কমিউনিটি  সেন্টারে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামদের সাথে মত বিনময় সভায় বক্তব্য রাখেন  ভৈরব – কুলিয়ারচর  ( কিশোরগঞ্জ -৬)  আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী হাজি মোঃ রুবেল হোসেন।  এ সময় তিনি  বলেন, বাংলাদেশ  ইসলামি  ফ্রণ্ট থেকে তিনি মনোনয়ন  পাবেন। মনোনয়ন পেয়ে জনগণের  ভোটে নির্বাচিত হলে ভৈরব- কুলিয়ারচরের মানুষের  আশা আকাঙ্খা  পূরণে কাজ করবেন।  এ সময়  অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন  বাংলাদেশ  ইসলামি  ফ্রণ্ট ভৈরব শাখার  সভাপতি  শাহ মোহাম্মদ  খন্দকার  দ্বীন ইসলাম,  ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শায়েখ আতাউর রহমান  মোজাহেদী,মাওলানা  বিল্লাল হােসাইন মোজাহেদ প্রমূখ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana