মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
মোঃ মাইন উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নে মোট ২৭০১ টি টিসিবি কার্ডডধারী পরিবার মধ্যে ৪৭০ টাকায় পেয়েছেন টিসিবি পণ্য। টিসিবি পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় সালুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মানিক মিয়া, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও ডিলার মোছাঃ জাকিয়ার উপস্থিতিতে উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ১৪ নভেম্বর মঙ্গলবার ও পরদিন ১৫ নভেম্বর বুধবার বিকেল ৪ টা পর্যন্ত এউ দু’দিনে ১৩৫১ টি কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবি পণ্যসামগ্রী বিক্রি করা হয়। অপরদিকে এই দুইদিনে একই ইউনিয়নের চরকামালপুর গ্রামে ১৩৫০ টি কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির এই পণ্যসামগ্রী বিক্রি করা হয়েছে। উল্লেখ্য, কার্ডধারী বেশি হওয়ায় দুইভাগে- ইউনিয়ন পরিষদ ও চরকামালপুর গ্রামে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সচিব মোঃ মানিক মিয়া।